ফোল্ডার অপশন হারিয়ে গেলে কী করবেন

অনেক সময় টুলস্ মেনুর অধীনে


ফোল্ডার অপশন হারিয়ে যায় । এটি না থাকলে অনেক বিপত্তিতে পরতে হয়। ধরুন আপনি অপনার কোন গুরুত্বপূর্ন ফোল্ডার বা ফাইল হিডেন করে রেখেছেন কিন্তু আপনার এই ফোল্ডার অপশন হারিয়ে গেছে । এখন আপনি ঐ ফোল্ডার খুলতে পারবেন না।এখন এই অপশন ফিরিয়ে আনতে আপনাকে যা করতে হবে।
স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান এ ক্লিক করতে হবে (এই রান কমান্ড আপনি কি বোর্ড থেকে উইন্ডোজ কি+R চেপে ও পেতে পারেন)।


এরপর রান কমান্ডে gpedit.msc লিখে OK তে ক্লিক করতে করুন।


এখান থেকে User Configeration -এ ডাবল ক্লিক করুন।

তারপর Administrative Template এ দুইবার ক্লিক করুন।

নিচের চিত্রের মতো পাবেন। সেখানে Windows Components এ ডাবল ক্লিক করুন।

এর পরের অংশটা নিচের মতো দেখাবে। সেখান থেকে Windows Explorer এ দুবার ক্লিক করুন -

পরের উইন্ডোটা নিচের মতো হবে এবং মার্কিং করা অংশটায় ডাবল ক্লিক করুন-

অত:পর নিচের উইন্ডোটি পাবেন।

এখানে সাধারণত Not Configured সিলেক্ট করা থাকে। যদি Enable/Disable সিলেক্ট করা থাকে তাহলে Not Configured সিলেক্ট করে কম্পিউটার রিস্টার্ট দিন।
আর যদি Not configured সিলেক্ট করা থাকে তাহলে একবার Enable সিলেক্ট করে OK করুন, তারপর Disable করে OK করুন এবং সবশেষে Not Configure করে OK করুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন এবং দেখুন ফোল্ডার অপশনটি জায়গা মতো ফিরে এসেছে।

Comments