এই সময়ের ডিজিটাল তরুন তরুনীদের অনেকেরই সাধের বস্তু হচ্ছে তাদের প্রিয় আইপড টি। গান শোনা, মিউজিক ভিডিও দেখা সহ অনেকেই অনেক ক্ষেত্রে ব্যবহার করছে আইপড এর।
একবার ভেবে দেখুন বন্ধুগন, আপনাদের আইপড এর মিউজিক ভিডিও অথবা মুভি গুলো যদি ডিভিডি কোয়ালিটি সম্পন্ন হত? এক্কেবারে সোনায় সোহাগা!
যে কোন ডিভিডি আইপড এ কপি করা যায় ঠিকই কিন্তু আইপড এ ডিভিডি দেখতে একটু অন্য প্রক্রিয়া অবলম্বন করতে হবে।
হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের ডিভিডি কে আইপড এ রুপান্তরের কৌশল গুলো জানানোর চেষ্টা করব।
ডিভিডি কে আইপড এ রুপান্তরে আপনার দুটি সফটওয়্যারের (ফ্রিওয়্যার) এর দরকার হবে। সেই দুটি সফটওয়্যার হল DVD Decrypter ও Videora iPod Converter.
বন্ধুরা মনোযোগ দিয়ে ডিভিডি রুপান্তরের ধাপগুলো লক্ষ করুন
প্রথম ধাপ
1. আপনার ডিভিডি টি ডিভিডি রম এ প্রবেশ করান।
2. এবার DVD Decrypter সফটওয়্যার টি চালু করুন।
3. এবার মডেল মেনু থেকে IFO অপশনটি বেছে নিন।
4.এবার টুলস মেনু থেকে সেটিংস অপশনটি বাছুন এবং এরপর IFO Mode tab বাছুন।
5. এবার File Splitting field অপশন এ ক্লিক করুন এবং None বাছুন।
6. এবার Stream Processing tab এ ক্লিক করুন এবং Enable Stream Processing টি চেক করুন।
7. এবার এইখানের প্রথম দুটি অডিও ও ভিডিও আইটেম সিলেক্ট করুন এবং বাকি অপশন গুলো আনচেক করুন।
8. এখন যে জায়গাটি তে আপনার ডিভিডি কপি হবে সেটি বাম দিকে থাকবে (destination center) এইখান থেকে আপনি আপনার কাঙ্খিত স্থানটি বাছুন (যেখানে আপনি আপনার ডিভিডি টি কপি করতে চাচ্ছেন) তবে আপনার ভিডিও ফোল্ডার গুলার একটিকে বেছে নেয়াটা ই শ্রেয়।
9. Decrypt এ ক্লিক করুন।
10. এরপর আপনাকে মোটামুটি 20মিনিট অপেক্ষা করতে হবে।
দ্বিতীয় ধাপ
1. এবার আপনি Videora Converter টি চালু করুন।
2. যে প্রথম পাতাটি আসবে সেখানে আপনি “Convert” বাটন এ ক্লিক করুন।এটি আপনাকে “Convert” সেকশন এ নিয়ে যাবে। এখানে আপনি অনলাইন ভিডিও এবং ভিডিও ফাইল নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনি ভিডিও ফাইল এ ক্লিক করুন।
3. এখানে আপনি ভিডিও রুপান্তরের দুটি মোড দেখতে পাবেন। নরমাল মোড এবং পাওয়ার মোড। নরমাল মোড আপনি ইন্টারনেট সংযোগ এর সাথেও ব্যবহার করতে পারবেন। এটি সাধারনত অপরিপক্ক ইউজারদের জন্য যারা সহজেই তাদের ভিডিও টি আইপড এ রুপান্তর করতে চাচ্ছে। পাওয়ার মোড অনলাইন অথবা অফলাইন যে কোন একভাবেই করা যেতে পারে। এটি অভিঞ্জ ইউজারদের জন্য যারা MPEG-4, QVGA, H.264, VGA এর ব্যপারে যথেষ্ট আইডিয়া আছে। আমরা নরমাল মোড টি ই বেছে নেবো।
4. এরপর সেই ভিডিও ফাইল টি বাছুন যেটি আপনি রুপান্তর করতে চাচ্ছেন।
5. Output Folder location টি সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
6. আপনার ভিডিও টাইটেল সিলেক্ট করুন ও “Next” এ ক্লিক করুন।
7. এবার Video Conversion Settings বাছুন। এখানে আপনি আপনার ইচ্ছামত যে কোন সেটিংস পরিবতর্ন করতে পারবেন। উল্লেখ্য যে ভিডিওর কোয়ালিটি এবং ফাইনাল সাইজ আপনার বাছাইকৃত সেটিংসের উপর নির্ভর করে। সব কিছু ঠিকঠাক মত বাছাই করার পর আপনি “Next” এ ক্লিক করুন।
8. এবার “Start Converting” অপশন এ ক্লিক করুন।
9. View Conversion Progress এ ক্লিক করে আপনি আপনার কাজের অগ্রগতি ও মাঝে মাঝে দেখে নিতে পারবেন।
শেষ ধাপ
শেষ ধাপে আপনাকে iTunes চালু করতে হবে। এবার মুভি ফোল্ডার থেকে আপনার রুপান্তরিত মুভি টি কপি করে আপনার আইপড এ পেস্ট করে নিন।
ডাউনলোড
DVD Decrypter এবং
Videora iPod Converter
আশা করি এই টিউন টি হয়ত কখনো আপনাদের কাজে আসবে।
একবার ভেবে দেখুন বন্ধুগন, আপনাদের আইপড এর মিউজিক ভিডিও অথবা মুভি গুলো যদি ডিভিডি কোয়ালিটি সম্পন্ন হত? এক্কেবারে সোনায় সোহাগা!
যে কোন ডিভিডি আইপড এ কপি করা যায় ঠিকই কিন্তু আইপড এ ডিভিডি দেখতে একটু অন্য প্রক্রিয়া অবলম্বন করতে হবে।
হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের ডিভিডি কে আইপড এ রুপান্তরের কৌশল গুলো জানানোর চেষ্টা করব।
ডিভিডি কে আইপড এ রুপান্তরে আপনার দুটি সফটওয়্যারের (ফ্রিওয়্যার) এর দরকার হবে। সেই দুটি সফটওয়্যার হল DVD Decrypter ও Videora iPod Converter.
বন্ধুরা মনোযোগ দিয়ে ডিভিডি রুপান্তরের ধাপগুলো লক্ষ করুন
প্রথম ধাপ
1. আপনার ডিভিডি টি ডিভিডি রম এ প্রবেশ করান।
2. এবার DVD Decrypter সফটওয়্যার টি চালু করুন।
3. এবার মডেল মেনু থেকে IFO অপশনটি বেছে নিন।
4.এবার টুলস মেনু থেকে সেটিংস অপশনটি বাছুন এবং এরপর IFO Mode tab বাছুন।
5. এবার File Splitting field অপশন এ ক্লিক করুন এবং None বাছুন।
6. এবার Stream Processing tab এ ক্লিক করুন এবং Enable Stream Processing টি চেক করুন।
7. এবার এইখানের প্রথম দুটি অডিও ও ভিডিও আইটেম সিলেক্ট করুন এবং বাকি অপশন গুলো আনচেক করুন।
8. এখন যে জায়গাটি তে আপনার ডিভিডি কপি হবে সেটি বাম দিকে থাকবে (destination center) এইখান থেকে আপনি আপনার কাঙ্খিত স্থানটি বাছুন (যেখানে আপনি আপনার ডিভিডি টি কপি করতে চাচ্ছেন) তবে আপনার ভিডিও ফোল্ডার গুলার একটিকে বেছে নেয়াটা ই শ্রেয়।
9. Decrypt এ ক্লিক করুন।
10. এরপর আপনাকে মোটামুটি 20মিনিট অপেক্ষা করতে হবে।
দ্বিতীয় ধাপ
1. এবার আপনি Videora Converter টি চালু করুন।
2. যে প্রথম পাতাটি আসবে সেখানে আপনি “Convert” বাটন এ ক্লিক করুন।এটি আপনাকে “Convert” সেকশন এ নিয়ে যাবে। এখানে আপনি অনলাইন ভিডিও এবং ভিডিও ফাইল নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনি ভিডিও ফাইল এ ক্লিক করুন।
3. এখানে আপনি ভিডিও রুপান্তরের দুটি মোড দেখতে পাবেন। নরমাল মোড এবং পাওয়ার মোড। নরমাল মোড আপনি ইন্টারনেট সংযোগ এর সাথেও ব্যবহার করতে পারবেন। এটি সাধারনত অপরিপক্ক ইউজারদের জন্য যারা সহজেই তাদের ভিডিও টি আইপড এ রুপান্তর করতে চাচ্ছে। পাওয়ার মোড অনলাইন অথবা অফলাইন যে কোন একভাবেই করা যেতে পারে। এটি অভিঞ্জ ইউজারদের জন্য যারা MPEG-4, QVGA, H.264, VGA এর ব্যপারে যথেষ্ট আইডিয়া আছে। আমরা নরমাল মোড টি ই বেছে নেবো।
4. এরপর সেই ভিডিও ফাইল টি বাছুন যেটি আপনি রুপান্তর করতে চাচ্ছেন।
5. Output Folder location টি সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
6. আপনার ভিডিও টাইটেল সিলেক্ট করুন ও “Next” এ ক্লিক করুন।
7. এবার Video Conversion Settings বাছুন। এখানে আপনি আপনার ইচ্ছামত যে কোন সেটিংস পরিবতর্ন করতে পারবেন। উল্লেখ্য যে ভিডিওর কোয়ালিটি এবং ফাইনাল সাইজ আপনার বাছাইকৃত সেটিংসের উপর নির্ভর করে। সব কিছু ঠিকঠাক মত বাছাই করার পর আপনি “Next” এ ক্লিক করুন।
8. এবার “Start Converting” অপশন এ ক্লিক করুন।
9. View Conversion Progress এ ক্লিক করে আপনি আপনার কাজের অগ্রগতি ও মাঝে মাঝে দেখে নিতে পারবেন।
শেষ ধাপ
শেষ ধাপে আপনাকে iTunes চালু করতে হবে। এবার মুভি ফোল্ডার থেকে আপনার রুপান্তরিত মুভি টি কপি করে আপনার আইপড এ পেস্ট করে নিন।
ডাউনলোড
DVD Decrypter এবং
Videora iPod Converter
আশা করি এই টিউন টি হয়ত কখনো আপনাদের কাজে আসবে।
Comments
Post a Comment