এতোদিন ধরে Windows 7 এর ডিফল্ট লুক দেখে নিশ্চয় হাপিয়ে গেছেন। ইন্টারনেটে Windows 7 এর জন্য এখন জোস জোস সব থিম পাওয়া যায়। কিভাবে ইন্সটল করবেন থিমগুলো? বিস্তারিত জানাতেই এই টিউন :
3rd party theme গুলো ব্যবহার করার জন্য আপনার সিস্টেম এর কিছু ফাইল প্যাচ করা লাগবে। যেমনটি Windows Xp তে করতে হত। প্যাচিং এর জন্য বেশ কিছু সফটওয়্যার আছে। যেমন : Vista Glazz, UxThemePatcher, Universal Theme Patcher, UxStyle
আমরা এখানে ব্যবহার করবো Universal Theme Patcher । সফটওয়্যারটি বেশ ছোট মাত্র ৮০ কেবি এবং পোর্টেবল। একি সাথে Xp এবং Vista তেও ব্যবহার করা যায়। এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি আনজিপ করে x86 লেখা ফাইলটি রান করান। (আপনার মেশিন 64bit হলে x64 রান করুন)। ভাষা সিলেক্ট করতে বলবে। OK ক্লিক করুন। এরপর আপনার সিস্টেম সামারি দেখাবে।
YES এ ক্লিক করুন।
উইন্ডোস এর ৩টি ফাইল প্যাচ করতে হবে। নেক্সট উইন্ডো তে প্রত্যেকটি ফাইল এর পাশের PATCH বাটনে ক্লিক করুন।
পিসি রিস্টার্ট করুন। আপনার পিসি এখন 3rd party theme ব্যবহার করার জন্য রেডি।
এখন থিম কিভাবে ব্যবহার করবেন :
উদাহরণস্বরুপ আমরা AeroVG Se7en for Windows 7 থিমটি ব্যবহার করবো। । এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
ফাইলটি সরাসরি C:\Windows\Resources\Themes এ গিয়ে আনজিপ করুন। ফোল্ডারটি খুজে না পেলে Start Menu > Run এ গিয়ে
%windir%\Resources\Themes
লিখে রান করান।
আনজিপ করার পর থিম এর নামানুসারে একটি .theme ফাইল পাবেন। যেমন এই থিম এর ক্ষেত্রে নাম হল aeroVGse7enRTM.theme। ফাইলটি ডাবল ক্লিক করলেই থিমটি এ্যাক্টিভেট হয়ে যাবে। ডেস্কটপ এ রাইট ক্লিক করে Personalize এ ক্লিক করে Installed Themes এর নিচেও থিমটি দেখতে পারবেন এবং ওখানে ক্লিক করেও থিমটি এ্যাক্টিভেট করা যাবে।
উপরের পদ্ধতি অনুসরণ করে Windows 7 এর জন্য বানানো যেকোন থিম আপনি ব্যবহার করতে পারবেন।
যারা সিস্টেম ফাইল প্যাচ করতে চান না :
আমরা অনেকেই ক্লিন পিসি ব্যবহারে আগ্রহী। সেক্ষেত্রে ছোট একটি সার্ভিসের এর মাধ্যমে আপনি প্যাচ করা ছাড়াই 3rd party theme গুলো ব্যবহার করতে পারবেন। এটি একটি উইন্ডোস সার্ভিস ফাইল যা উইন্ডোস চালু হবার সংগে সংগে চালু হবে। এরপর আপনি যেকোন থিম ডাবল ক্লিক করে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটির নাম UXstyle. ডাউনলোড করুন এখান থেকে।
UxStyle is a light-weight system service named Unsigned Themes, complimentary to the Themes service, and a kernel driver, sizing in at ~500k and ~17kb respectfully । The service handles the enabling/disabling of custom theme support and the kernel driver handles patching. For 64-bit platforms, the kernel driver is signed with a digital certificate, as required by Microsoft.
3rd party theme গুলো ব্যবহার করার জন্য আপনার সিস্টেম এর কিছু ফাইল প্যাচ করা লাগবে। যেমনটি Windows Xp তে করতে হত। প্যাচিং এর জন্য বেশ কিছু সফটওয়্যার আছে। যেমন : Vista Glazz, UxThemePatcher, Universal Theme Patcher, UxStyle
আমরা এখানে ব্যবহার করবো Universal Theme Patcher । সফটওয়্যারটি বেশ ছোট মাত্র ৮০ কেবি এবং পোর্টেবল। একি সাথে Xp এবং Vista তেও ব্যবহার করা যায়। এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি আনজিপ করে x86 লেখা ফাইলটি রান করান। (আপনার মেশিন 64bit হলে x64 রান করুন)। ভাষা সিলেক্ট করতে বলবে। OK ক্লিক করুন। এরপর আপনার সিস্টেম সামারি দেখাবে।
YES এ ক্লিক করুন।
উইন্ডোস এর ৩টি ফাইল প্যাচ করতে হবে। নেক্সট উইন্ডো তে প্রত্যেকটি ফাইল এর পাশের PATCH বাটনে ক্লিক করুন।
পিসি রিস্টার্ট করুন। আপনার পিসি এখন 3rd party theme ব্যবহার করার জন্য রেডি।
এখন থিম কিভাবে ব্যবহার করবেন :
উদাহরণস্বরুপ আমরা AeroVG Se7en for Windows 7 থিমটি ব্যবহার করবো। । এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
ফাইলটি সরাসরি C:\Windows\Resources\Themes এ গিয়ে আনজিপ করুন। ফোল্ডারটি খুজে না পেলে Start Menu > Run এ গিয়ে
%windir%\Resources\Themes
লিখে রান করান।
আনজিপ করার পর থিম এর নামানুসারে একটি .theme ফাইল পাবেন। যেমন এই থিম এর ক্ষেত্রে নাম হল aeroVGse7enRTM.theme। ফাইলটি ডাবল ক্লিক করলেই থিমটি এ্যাক্টিভেট হয়ে যাবে। ডেস্কটপ এ রাইট ক্লিক করে Personalize এ ক্লিক করে Installed Themes এর নিচেও থিমটি দেখতে পারবেন এবং ওখানে ক্লিক করেও থিমটি এ্যাক্টিভেট করা যাবে।
উপরের পদ্ধতি অনুসরণ করে Windows 7 এর জন্য বানানো যেকোন থিম আপনি ব্যবহার করতে পারবেন।
যারা সিস্টেম ফাইল প্যাচ করতে চান না :
আমরা অনেকেই ক্লিন পিসি ব্যবহারে আগ্রহী। সেক্ষেত্রে ছোট একটি সার্ভিসের এর মাধ্যমে আপনি প্যাচ করা ছাড়াই 3rd party theme গুলো ব্যবহার করতে পারবেন। এটি একটি উইন্ডোস সার্ভিস ফাইল যা উইন্ডোস চালু হবার সংগে সংগে চালু হবে। এরপর আপনি যেকোন থিম ডাবল ক্লিক করে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটির নাম UXstyle. ডাউনলোড করুন এখান থেকে।
UxStyle is a light-weight system service named Unsigned Themes, complimentary to the Themes service, and a kernel driver, sizing in at ~500k and ~17kb respectfully । The service handles the enabling/disabling of custom theme support and the kernel driver handles patching. For 64-bit platforms, the kernel driver is signed with a digital certificate, as required by Microsoft.
Comments
Post a Comment